রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নির্বাচন বাতিল করতে চাচ্ছে এবং পোষ্য কোটা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার বলেছিলেন, তিনি বেঁচে থাকতে পোষ্য কোটা পুনর্বহাল হবে না, তবে এখন তারা জানতে চাচ্ছেন, তাহলে কি ভিসি স্যার মারা গেছেন?
আরো পড়ুন: যশোর শিক্ষা বোর্ডে এসএসসির সব ভেন্যু কেন্দ্র বাতিল
এর আগে, শুক্রবার বিকেল থেকে কয়েকজন শিক্ষার্থী শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জোহা চত্বরে তারা অবস্থান নিয়েছেন। ১৯ ঘণ্টা ধরে তারা সেখানে অবস্থান করলেও প্রশাসন তাদের অবস্থার প্রতি অবহেলা করছে।
অনশনরত দুই শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগের ইস্পাহানি ও আরবি বিভাগের রমজানুল মোবারক অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে, কিছু শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে এবং রোদের মধ্যে বসে থাকতে থাকতে শারীরিক অসুস্থতার সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি, যতক্ষণ না তাদের দাবি পূর্ণ হবে, তারা অবস্থান চালিয়ে যাবেন।