কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া ও তার মা হত্যার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা আক্তার ফাতেমা হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় তাদের মুখে শোনা যায়—
“প্রশাসন না মুলা? মুলা, মুলা”
“আমার বোন কবরে, খুনি কেনো বাহিরে”
“ধিক্কার ধিক্কার, প্রশাসন ধিক্কার”
“প্রশাসন কি করে, আমার বোন কবরে”।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, “আমরা বারবার প্রশাসনকে অনুরোধ করেছি দ্রুত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করতে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তোষজনক পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সংবাদ সম্মেলন বারবার পিছিয়ে দেয়া হচ্ছে, যা আমাদের ক্ষোভ বাড়িয়ে তুলছে। আমরা চাই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।”

এ বিষয়ে জানতে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনকে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।