ঢাবি ছাত্র সংসদ নির্বাচনে সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যু

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কার্জন হল ভোট কেন্দ্রের ভিতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তরিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী সোহেল রানা জানান, ঢাবির কার্জন হলের ভিতরে লাইভ সংবাদ সংগ্রহের সময় তরিকুল হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুর এলাকায়। বর্তমানে তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন। তিনি দুই কন্যার জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসক ধারণা করছেন হৃদযন্ত্রের সমস্যা বা বন্ধের কারণে মৃত্যু হয়েছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।