বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন সোমবার (৬ অক্টোবর) সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং ক্রীড়া সংগঠক সাখাওয়াত হোসেন।
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত সদস্যসহ মোট ২৫ জন পরিচালক নিয়ে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।
নবনির্বাচিত বোর্ডের প্রথম সভা আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে অনুষ্ঠিত হবে।