সরকারি কলেজে চলছে শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক Govt_College: সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বাহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশের সরকারি কলেজে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা।

বিসিএস শিক্ষক সমিতির আহ্বানে শনিবার থেকে দুই দিনের কর্মবিরতি পালন করছেন তারা।

সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার রোববার শিক্ষাবার্তাকে বলেন, সারা দেশে সব সরকারি কলেজে এ কর্মসূচি পালিত হচ্ছে।

তিনি জানান, দাবি আদায়ে আগামী ১৮ অক্টোবর শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এছাড়া অন্যান্য কর্মসূচিও পালন করা হবে।

তিনি এটাও বলেন, দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের সব সরকারি কলেজের শিক্ষক, আলিয়া মাদ্রাসা, শিক্ষক প্রশিক্ষণ কলেজ (টিটিসি), গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট, শিক্ষাবোর্ড, শিক্ষা সংশ্লিষ্ট অফিস ও প্রকল্পে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।

কর্মবিরতি চলাকালে কলেজ শিক্ষকেরা সব ধরনের অভ্যন্তরীণ পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

একই দাবিতে গত ১০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানগুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।