নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা কেড়ে নেওয়ায় তীব্র নিন্দা ও শিগগির পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। আজ সকাল ১০টায় গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক রিয়াজ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারাদেশ থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ অংশ নেয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সম্মতিতে প্রজ্ঞাপন জারির পর দেড় বছরের মাথায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মর্যাদা কেড়ে নেওয়া অসম্মানজনক। আমাদের মর্যাদা ফিরিয়ে না দিলে আমরা প্রয়োজন হলে রিড করব। গত বছর ৯ মার্চ প্রধানমন্ত্রীর এক ঘোষণার মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদায় উন্নীত করা হয়। একই সঙ্গে বেতন স্কেলও উন্নীত করা হয়। প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান থেকে আমরা মন্ত্রণালয়ে গেলে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চিঠিও আমাদের দেয়া হয়।
এদিকে ১১ আগষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পরিপত্রে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২য় শ্রেণিতে উন্নীত হওয়ায় তাদের নিয়োগ এবং পদ্দোণতি পিএসসির হাতে ন্যাস্ত করা হয়। ফলে তাদেরকে নন গেজেটেড ভাবার কোন অবকাশ নেই।
নেতৃবৃন্দ বলেন, এহেন প্রজ্ঞাপন জারির ফলে প্রাথমিক শিক্ষায় বিরূপ প্রভাব পড়বে। ফলে শিক্ষার্থীর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশ ও জাতি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন না হয়ে বানচাল হওয়ায় প্রাথমিক শিক্ষকদের বিশাল পরিবার তথা জনগণ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলবে।
সভায় বক্তব্য রাখেন, খুলনা বিভাগের আহবায়ক স্বরুপ দাস,জাহাঙ্গীর আলম,আব্দুল মোমিন, ঢাকা বিভাগের আহবায়ক মিজানুর রহমান,খায়রুল ইসলাম, এস এম সাইদুল্লাহ, পারভীন আক্তার, নাসরীর সুলতানা, ঝর্না রানী মন্ডল , সালমা আক্তার, ,সিলেট বিভাগের আহবায়ক আবুল হাসান, চট্রগ্রাম বিভাগের আহবায়ক রঞ্জিত ভট্রাচার্য, দিলিপ মন্ডল, আবু বক্কর সিদ্দিক ,কামরুল হাসান,মোস্তাক আহমেদ,নজরুল ইসলাম, সর্দার আসাদুজ্জামান,খালিদ আহমেদ প্রমুখ।