প্রাথমিক শিক্ষকদের জ্ঞান দক্ষতা উন্নয়নে দামুড়হুদা রিসোর্স সেন্টারে ৬ দিনব্যাপি গণিত প্রশিক্ষন সমাপ্ত।।

দামুড়হুদা অফিস ॥ প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে দামুড়হুদা উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধিকরণে গণিত বিষয়ে ৬ দিনব্যাপি প্রশিক্ষন শেষ হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেনের সভাপতিত্বে এ প্রশিক্ষন সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী ইন্সট্রাক্টর নুরুজ্জামান, প্রশিক্ষক ও উপজেলার প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক স্বরুপ দাস, প্রশিক্ষক প্রধান শিক্ষক কুতুব উদ্দীন, শিক্ষক রফিক প্রমুখ। ইন্সট্রাক্টর জামাল হোসেন বলেন, আর্থ-সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে প্রতিদিন গনিতের ব্যবহার অপরির্হ্যা। উপজেলার প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক স্বরুপ দাস বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আনন্দঘন পরিবেশে গনিত বিষয়ে পাঠদানের কৌশলগত কারনে শিক্ষক-শিক্ষিকাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধির প্রয়োজন। এ লক্ষ্যকে মাথায় নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণিত প্রশিক্ষনের আয়োজন করাছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।