চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ঘুঘুডাঙ্গা নামক স্থানে ঢাকা গামী নৈশকোচ পূর্বাশা পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক আবুল কাশেম (৪২) নিহত হয়েছেন। এসময় তার ছেলে জুয়েল (২৭) ও আজিজ (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম উপজেলার দর্শনা কলেজপাড়ার মৃত হাসেম শরীফের ছেলে এবং দর্শনা বাজারের মাংস ব্যবসায়ী।
এসময় বিক্ষুব্ধ জনতা পেট্রল ঢেলে নৈশকোচ পূর্বাশা পরিবহন ও মোটরসাইকেল আগুন ধরিয়ে ভস্মীভূত করে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে কার্পাসডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকা গামী নৈশকোচ পূর্বাশা পরিবহন দর্শনা ঘুঘুডাঙ্গা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আবুল কাশেম নিহত হয়। এবং বাইসাইকেল চালক আজিজ ও তার ছেলে জুয়েল গুরুতর আহত হয়।
তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কাশেমের মৃত্যুর খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা পূর্বাশা পরিবহনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে মোটরসাইকেলসহ বাসটি আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আধাঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চুয়াডাঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।