৩২টি জেলা শিক্ষা অফিস পাচ্ছে নতুন গাড়ি

ঢাকা : জেলা শিক্ষা mmঅফিসের পুরনো গাড়ি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়ে দেশের ৩২টি জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে নতুন গাড়ি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ক্লাস ও প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য ৩২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি করে পুরনো গাড়ি দেওয়া হবে। আগামী ২৮ মার্চ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাছে গাড়িগুলো তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী জানান, কারিগরি শিক্ষা অধিদফতরের প্রস্তাবে সাড়া দিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রথম পর্যায়ে জেলা শিক্ষা অফিসগুলোর ব্যবহার করা ৩২টি পুরনো জিপ গাড়ি দেশের ৩২টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, আগামী ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের ‘টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট’ (টিকিউআই) প্রকল্পের অধীনে ৩২টি জেলা শিক্ষা অফিসকে ৩২টি নতুন জীপ গাড়ি দেওয়া হবে। একই দিনে এই এসব জেলা অফিসে ব্যবহৃত ৩২টি পুরনো জীপ গাড়ি নিয়ে সেগুলো ৩২টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।