স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এখন থেকে চুয়াডাঙ্গা জেলার সকল শিক্ষার্থীরা মাস্টার্স পড়ার জন্য টাকা খরচ করে আর কুষ্টিয়া, খুলনা, রাজশাহী ও ঢাকায় যাবার প্রয়োজন হবে না। এখন থেকে চুয়াডাঙ্গাই মাস্টার্স পড়ার সুযোগ পাবে। কারণ চুয়াডাঙ্গা সরকারি কলেজে ৫টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়েছে। এতে চুয়াডাঙ্গা জেলার সকল শিক্ষার্থীরা আনন্দিত ও খুশি। এদিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১১-১২ শিক্ষাবর্ষ হতে চুয়াডাঙ্গা সরকারি কলেজে মাস্টার্স শেষ পর্বে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও হিসাববিজ্ঞান বিভাগে রিলিজ স্লিপে ছাত্র/ছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। অন-লাইনে আবেদনের শেষ তারিখ ৩০/১১/২০১৪। মাস্টার্স কোর্স প্রর্বতনে সার্বিক সহযোগিতার জন্য জাতীয় সংসদের মাননীয় হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মাস্টার্স কোর্স প্রর্বতনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ভিজিট করুন www.chuagovtcollege.com.