রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বষের্র ভর্তি পরীক্ষা আবারও পিছিয়ে আগামী ২৫ ডিসেম্বর করা হয়েছে। চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে রাবির ভর্তি পরীক্ষা দু’বার পেছানো হলো।
অধ্যাপক ইলিয়াছ হোসেন শিক্ষাবার্তাকে বলেন, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। যা আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd থেকে জানা যাবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১০ থেকে ১৪ নভেম্বর রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সময় ১৮ দলীয় জোট হরতাল দেওয়ায় তা পরিবর্তন করে ৫ থেকে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে পুনঃনির্ধারিত সময়ে আবারও ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি দেওয়ায় ভর্তি পরীক্ষা ফের পেছানো হলো।