চুয়াডাঙ্গা : হরতালের প্রভাব দর্শনাই পড়তে শুরু করেছে। ১৮ দলীয় জোট আহুত দেশব্যাপী ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন সকাল থেকে জেলায় শান্তিপূর্ণ অবরোধ পালিত হচ্ছে। অবরোধের কারণে দর্শনা রেলবন্দরে বেশ কয়েকটি মালবোঝাই ট্রাক আটকা পড়ে আছে। ওয়াগন থেকে মালামাল খালাস হয়নি। ভারত থেকে কোনো মালবাহী ট্রেন দর্শনা রেলবন্দরে ছেড়ে আসেনি। জেলা শহরসহ উপজেলা শহরগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে অবরোধে সমর্থনে সকালে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, নাশকতা ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। দৃইজন ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ছয় উপজেলা নির্বাহী অফিসার স্ব স্ব উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিজিবি ও পুলিশ জেলাসদরসহ উপজেলাগুলোতে টহল দিতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মনিরুজ্জামান জানান, বিজিবির এডিশনাল ডাইরেক্টর সোহরাব আলীর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।