আগামী সপ্তাহেও ঢাবিতে হতে পারে অনলাইন ক্লাস

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাসের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। বৃষ্টি না হওয়া পর্যন্ত চলবে অনলাইন ক্লাস। তবে আগামী সপ্তাহে বৃষ্টি হলে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশচন্দ্র বাছার  এ তথ্য জানিয়েছেন।

উপ-উপাচার্য জানান, আজ একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অফলাইন ক্লাসের প্রসঙ্গটি আসে নি। সুতরাং আগামী রবিবার পর্যন্ত অন্তত অনলাইন ক্লাস চলবে। পরবর্তীতে যদি বৃষ্টি বাদল হয় তাহলে আবার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

আরো পড়ুন: গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

তীব্র গরমে রাজধানীসহ পুড়ছে সারাদেশ। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গ্রামাঞ্চলে গভীর নলকুপেও উঠছে না পানি। তীব্র গরমে হিট স্ট্রোক করে মৃত্যুর খবর শোনা যাচ্ছে প্রতিদিনই। দাবদাহে অস্থির জনজীবন।

এত দুর্ভোগের মধ্যেও সম্প্রতি খুলে দেওয়া হয়েছে প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। তীব্র দাবদাহে শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় ২১ এপ্রিল থেকে অনলাইন ক্লাসের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।