ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

Image

পাবনা-২ (সুজানগর-বেড়া একাংশ) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান মু. আসাদুজ্জামান।

পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটানিক কর্মকর্তা মু. আসাদুজ্জামান আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করব। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব বলে আশা করছি।’

আরো পড়ুন: মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল

এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটানিক কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সেদিন তিনি বলেন, ‘আমার জন্ম পাবনা শহরের সোনাপট্টি এলাকায়। দাদার বাড়ি সুজানগর উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নের ভায়না গ্রামে। সেখানে আমার চাচারা থাকেন। এ জন্য আমি সেখানে প্রার্থী হয়েছি। আশা করি পাবনা-২ আসনের মানুষ আমার পাশে থাকবে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।