পদোন্নতিতে অনিচ্ছুক শিক্ষকদের আবেদন যেভাবে

Image

পদোন্নতি না নিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আবেদন করতে হবে। পদোন্নতিতে অনিচ্ছুক শিক্ষকদের আবেদন করতে হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর। সে আবেদনে প্রতিস্বাক্ষর করবেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আর সুপারিশ করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পদোন্নতির পূর্ণাঙ্গ প্রস্তাবের সঙ্গে অনিচ্ছুক শিক্ষকদের আবেদন সংযুক্ত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আরো পড়ুন : অক্টোবর মাসে যে কদিন ছুটি থাকবে

মঙ্গলবার অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি মাঠ পর্যায়ের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে অধিদপ্তর।

সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরতি আদেশে বলা হয়েছে, সারাদেশের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম চলছে। সারাদেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো পদোন্নতির প্রস্তাব পর্যালোচনা করে দেখা যাচ্ছে, প্রতি উপজেলার বেশ কিছু শিক্ষক পদোন্নতি নিতে অনীহা প্রকাশ করেছেন। গ্রেডেশন তালিকায় পদোন্নতি যোগ্য যেসব সহকারী শিক্ষক পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক তারা পদোন্নতি নিতে অনিচ্ছুক মর্মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করবেন। আবেদনে উপজেলা শিক্ষা অফিসার প্রতিস্বাক্ষর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুপারিশ করবেন।

আদেশে শিক্ষাকদের পদোন্নতি দেয়ার পূর্ণাঙ্গ প্রস্তাবের সঙ্গে অনিচ্ছুক আবেদন সংযুক্ত করে পাঠানোর জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলেছে অধিদপ্তর।

এর আগে গদ ২৫ সেপ্টেম্বর জারি করা এক আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেতে অনাগ্রহী শিক্ষকদের তথ্য গ্রেডেশন তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বলেছিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, সরকারি চাকরি জীবনের শেষ বেলায় প্রধান শিক্ষক পদের প্রশাসনিক দায়িত্বকে ‘ভেজাল’ বলে মনে করছেন প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের অনেকেই। আর প্রধান শিক্ষক পদে পদোন্নতিতে তাদের বেতনও বাড়বে না। প্রতিষ্ঠান প্রধানের চলতি দায়িত্বে থাকা সহকারী শিক্ষকদের বাড়তি দেড় হাজার টাকা ভাতাও মিলবে না পদোন্নতি পেলে। তাই বহু সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেতে চাইছেন না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি উপজেলা থেকে ১০ থেকে ২০ জন সহকারী শিক্ষক পদোন্নতি পেতে অনিচ্ছুক। তারা উপজেলা শিক্ষা অফিসে আবেদনও করেছেন। সে হিসেবে দেশের কয়েক হাজার সহকারী শিক্ষক পদোন্নতি পেতে অনীহা দেখাচ্ছেন। তবে সাড়ে চার লাখ প্রাথমিক শিক্ষকের অনেকেই পদোন্নতি চাইছেন। তারা বলছেন, চাকরি জীবনে একদিন হলেও প্রধান শিক্ষক হতে চাই। এমন পরিস্থিতিতে পদোন্নতিতে অনাগ্রহী শিক্ষকদের তথ্য গ্রেডেশন তালিকায় অন্তর্ভুক্ত করতে বললো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।