পদোন্নতি নিতে অনিচ্ছুক শিক্ষকরা যেভাবে আবেদন লিখবেন

Image

পদোন্নতি না নিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আবেদন করতে হবে। পদোন্নতিতে অনিচ্ছুক শিক্ষকদের আবেদন করতে হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর। সে আবেদনে প্রতিস্বাক্ষর করবেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আর সুপারিশ করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পদোন্নতির পূর্ণাঙ্গ প্রস্তাবের সঙ্গে অনিচ্ছুক শিক্ষকদের আবেদন সংযুক্ত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বরাবর,

সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

ঢাকা

বিষয়ঃ সহকারি শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিতে অনিচ্ছুক প্রসঙ্গে।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ

জনাব,বিনীত নিবেদন এই যে, আমি ……………                                ………… সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক। গত ৩ অক্টোবর ২০২৩ ইং তারিখে ৩৮.০১.০০০০.৪০০.১২.০০১.২১.৬৩ স্বারকে সহকারি শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিতে অনিচ্ছুক শিক্ষকদের আবেদন দিতে বলা হয়েছে। আমি ……… জেলার ………. উপজেলার পদোন্নতিপ্রাপ্ত গ্রেডেশন তালিকার …….নং সিরিয়ালে অবস্থান করছি। আমি ব্যক্তিগত কারনে পদোন্নতি নিতে অনিচ্ছুক।

অতেএব মহোদয়ের নিকট আবেদন, উপরিউক্ত বিষয় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মহোদয়ের মর্জি হয়।

বিনীত

নাম:

……. সরকারি প্রাথিমিক বিদ্যালয়।

উপজেলা: ………   জেলা: …………

মোবাইল নং :

ইমেল:

প্রতিস্বাক্ষর                                                                                                                সুপারিশকুত

…………………                                                                                                ……………………………………

উপজেলা শিক্ষা অফিসার,                                                                       জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।