মেডিকেলে নতুন শিক্ষাবর্ষের ক্লাস পেছাল

Image

২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএসের ক্লাস ১০ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোয় ২০২২-২৩ খ্রি. শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ১০ জুলাই অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। ক্লাস শুরুর দিনক্ষণ পরবর্তী সময়ে জানানো হবে।’

আরো পড়ুন: ছাত্রীকে বিয়ে করা আইডিয়ালের দাতা সদস্য মুশতাকের জামিন

এদিকে দেশে প্রথমবারের মতো বেসরকারি মেডিকেল কলেজে অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। অনিয়ম ও অর্থের বিনিময়ে ভর্তির সুযোগ বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়, ফল প্রকাশিত হয় গত ১২ মার্চ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।