ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবি

ইবতেদায়ি মাদরাসা

নিজস্ব প্রতিবেদক,৮ মে ২০২৩: মাদরাসা শিক্ষা বোর্ডর রেজিস্ট্রেশন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। এ দাবিসহ মোট আট দাবিতে মানববন্ধন করেছেন তারা।

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আরো পড়ুন: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন চলছে, পরীক্ষা ১৯ মে

মানববন্ধনে শিক্ষকদের পক্ষ থেকে জানানো দাবিগুলো হলো, মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণ, প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব সুযোগ সুবিধা দেয়া, মাদরাসা শিক্ষা বোর্ডের কোড বিহীন মাদরাসাগুলোকে অবিলম্বে কোড নম্বরের অন্তর্ভুক্ত করা, ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার চতুর্থ শ্রেণির কর্মচারী পদ সৃষ্টি করা, ইবতেদায়ি মাদরাসাগুলোর স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর ভৌত অবকাঠামো নিশ্চিত করা।

আরো পড়ুন: মাধ্যমিক শিক্ষকদের অনুমোদনহীন ছুটি ও মাউশির উদ্যোগ

মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আহসান হাবিব, ভারপ্রাপ্ত মহাসচিব বশির উল্লাহ আতাহারী, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল হক আনছারী, জহরুল আলমসহ অনেকে।

মানববন্ধনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সদ্যপ্রয়াত মা রহিমা ওয়াদুদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় শিক্ষকরা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে, আগামী ১০ মে এসব দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে স্মারকলিপি দেয়া এবং ২৮ মে থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।