ডেস্ক,৭ মে ২০২৩:
স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ভর্তির যোগ্যতা ও শর্তাবলি প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এ বছর ৭টি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯০৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
বুধবার (০৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ, বি, সি ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় নির্দিষ্ট বিষয়বলি ও গুচ্ছ পরীক্ষায় নির্দিষ্ট ঐ বিভাগে ভর্তি হতে হলে কত মার্কস পেতে হবে, সেই সম্পর্কিত শর্তাবলি জানানো হয়।
আরও পড়ুন: ডেন্টালে প্রথম অর্থী ঘোষ
এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে শিক্ষার্থীদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.just.edu.bd ভিজিট করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৯০৫টি আসন ছাড়াও মোট আসনের ৫% মুক্তিযোদ্ধা, ১% ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ১% প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারিদের সন্তানদের জন্য ১% পোষ্য কোটা সংরক্ষন করা হয়েছে।