ঢাবির ভর্তি পরীক্ষায় মোট আবেদন প্রায় তিন লাখ

Image

ঢাবি প্রতিনিধি | ২৪ মার্চ, ২০২৩:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। সেই দিক বিবেচনায় চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের প্রতিটির বিপরীতে লড়ছেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।

আরো পড়ুন: কিউএস র‍্যাঙ্কিংয়ে সেরাতে নেই ঢাবি-বুয়েট

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এবার ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ২২ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৩৬৮ জন এবং চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭ হাজার ৯৭ জন।

তবে পেমেন্ট সংক্রান্ত জটিলতায় কিছু আবেদনকারীর টাকা ব্যাংকে আটকে থাকে। সেগুলো আসতে একটু দেরি হয়। খুব বেশি হলে আর ১০০টি আবেদন বাড়তে পারে, আবার একটিও নাও বাড়তে পারে।

আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ২৯ এপ্রিল থেকে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে ১৩ মে। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

পাঁচটি ইউনিটের পরিবর্তে এবার থেকে চারটি ইউনিটের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। ইতোমধ্যে বদলে ফেলা হয়েছে ইউনিটগুলোর নামও। আগে পরীক্ষা হতো ক, খ, গ, ঘ ও চ-পাঁচটি ইউনিটের অধীনে। নতুন চারটি ইউনিট হচ্ছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান) মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এর পর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা।

চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। চারুকলার পরীক্ষা হবে ঢাকা কেন্দ্রে। সব ইউনিটের পরীক্ষাই হবে সংশ্লিষ্ট তারিখে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।