সব স্কুল-কলেজের তথ্য হালনাগাদের নির্দেশ

Image

নিজস্ব প্রতিবেদক,৩১ জানুয়ারী ২০২৩:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে স্কুল-কলেজের তথ্য ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) মডিউলে হালনাগাদ করতে হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী।

আরো পড়ুন: পাঠ্যবইয়ে ভুল: বিশেষজ্ঞ-তদন্ত কমিটি করে প্রজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পাঠদান অনুমতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ভান্ডার হিসেবে অধিদপ্তরের ওয়েববেইজড ইএমআইএসের (www.emis.gov.bd) আওতায় ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) মডিউল রয়েছে। আইএমএসের তথ্য শিক্ষা ব্যবস্থার বিভিন্ন নীতি নির্ধারণ সিদ্ধান্ত, পদোন্নতি, বদলি, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আইএমএস মডিউলে সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ জরুরি।

তাই সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আইএমএস মডিউলে প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। আইএমএসের ইউজার ম্যানুয়াল ইএমআইএসের ওয়েবসাইটে (emis.gov.bd) আইএমএসের ইউজার ম্যানুয়াল রয়েছে। যা থেকে প্রতিষ্ঠান প্রধানরা তথ্য হালনাগাদ করার সহায়তা নিতে পারবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।