সব প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

Image

নিজস্ব প্রতিবেদক,৬ ডিসেম্বর ২০২২: আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস উদযাপনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন হবে। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য স্মৃতি শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের ব্যবস্থা করতে হবে প্রধান শিক্ষকদের।

বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনে মেট্রোপলিটন এলাকার স্কুল ৫ হাজার টাকা ও অন্যান্য এলাকার স্কুল ২ হাজার টাকা বরাদ্দ পাবেন।

আরো পড়ুন: স্কুলে টয়লেট না থাকায় অনুপস্থিত ছাত্রীরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিজয় দিবস উদযাপনে এ কর্মসূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, গত ২৯ নভেম্বর সকালে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ রেজওয়ান হায়াত। সভার কার্যবিবরণী দৈনিক শিক্ষাডটকমের হাতে আছে।

সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের বিষয়ের আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা আয়োজনের জন্য মাঠ পর্যায়ে চিঠি পাঠাতে হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।