ডেস্ক,৫ ডিসেম্বর ২০২২:
ফরিদপুরের ভাংগায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় শরিফাবাদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
রোববার সকালে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীসহ অভিভাবকরা। পরে ম্যানেজিং কমিটির সদস্যরা প্রধান শিক্ষককে বরখাস্ত করেন।
জানা গেছে, বার্ষিক পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে নকল করার অপরাধে দায়িত্বরত শিক্ষক সাময়িক বরখাস্ত করে। পরে শিক্ষার্থীর কান্নাকাটির কারণে কর্তব্যরত শিক্ষক তাকে জানায় প্রধান শিক্ষক অনুমতি দিলে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে।
পরে ওই শিক্ষার্থী অনুমতির জন্য প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করে তার পায়ে ধরে পরীক্ষা দেওয়ার অনুমতি চায়। শিক্ষার্থীকে একা পেয়ে প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শিক্ষার্থীকে যৌন হয়রানি করে। এই ঘটনা শিক্ষার্থীর অভিভাবক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর অভিযোগ করেন। পরে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।