বঙ্গবন্ধু পিএইচডি ছাত্র বৃত্তির সুযোগ পাচ্ছেন ঢাবির গবেষকরা

Image

বঙ্গবন্ধু পিএইচডি ছাত্র বৃত্তির জন্য আবেদন চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষকদের কাছ থেকে নির্ধারিত ফরমে এ দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আগামী ৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ৩২৩ নং কক্ষ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএইচডি প্রোগ্রামে ভর্তির অনুমতিপ্রাপ্ত যে সব প্রার্থীর আবেদন রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে, তারাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে প্রত্যেক গবেষককে মাসিক ৩০ হাজার টাকা গবেষণাবৃত্তি প্রদান করা হবে। এছাড়া, গবেষণা থিসিস জমা দেওয়ার পর তাদের এককালীন সর্বোচ্চ ৩৫ হাজার টাকা প্রদান করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।