আফগানিস্তানের রাজধানী কাবুলের নতুন মেয়র হামদুল্লাহ নোমানি নারীদের বাড়িতে থাকার নির্দেশনা জারি করেছেন।
মেয়র বলেছেন, তালেবান দেখতে পেয়েছে, সাময়িক সময়ের জন্য নারীদের কর্মস্থলে যাওয়া বন্ধ করাটা জরুরি।
তবে, কিছু নারী এরই মধ্যে কাজ চালিয়ে যেতে পারবেন। উদহারণ হিসেবে বলা যায়, নগরীতে বিভিন্ন স্থানে নারীদের জন্য যেসব টয়লেট আছে যেখানে পুরুষরা যেতে পারবে না সেখানে নারীদেরই কাজ করতে হবে।
মেয়র আরও বলেছেন, ‘ তবে যেসব পদ পুরুষরা পূরণ করতে পারবেন, সেসব পদের নারীদের আমরা বাড়িতে থাকতে বলেছি যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়। বাড়িতে থাকলেও তাদের বেতন দেওয়া হবে।’