চবি প্রতিনিধি প্রকাশ: ২৫ মে ২০২১,
করোনাভাইরাস পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিভিন্ন ইউনিটের পরীক্ষা আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গত রবিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি (কোর কমিটি) এর ১৬তম সভার এ সিদ্ধান্ত নেয়ার পর আজ মঙ্গলবার (২৫ মে) বিকেলে পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে প্রবেশপত্র সংগ্রহের পুনঃনির্ধারণ তারিখও প্রকাশ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিট, ২৪ ও ২৫ আগস্ট ‘এ’ ইউনিট ও ২৬ আগস্ট ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ আগস্ট সকালে ‘বি১’ ও দুপুরে ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা
‘বি’ ইউনিট ৫ আগস্ট, ‘ডি’ ইউনিট ৭ আগস্ট, ‘এ’ ইউনিট ৯ আগস্ট, ‘সি’ ইউনিট ১১ আগস্ট, ‘বি১’ ও ‘ডি১’ ইউ-ইউনিটদ্বয় ১২ আগস্ট থেকে শুরু করে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।