গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

Image

ডেস্ক,১৮ ফেব্রুয়ারী:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশে আইনি জটিলতা কেটে গেলেও চলতি মাসে তা প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, গণবিজ্ঞপ্তি প্রকাশে আইনি যে জটিলতা ছিল সেটি কেটে গেছে। আমরা এখন বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করব। কাগজপত্র ঠিক করতে হবে। শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিব মহোদয়ের সঙ্গে বৈঠক করে বিষয়টি ঠিক করতে হবে। এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না।

আশরাফ উদ্দিন বলেন, ৫৭ হাজারের বেশি শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা অনেক বড় কাজ। কাজগুলো গুছিয়ে সময় লাগবে। আমরা এই মুহূর্তে ডেডলাইন দিতে পারছি না। তবে ফেব্রুয়ারিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব হবে না বলেই আমার মনে হয়।

প্রসঙ্গত, সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে মামলা সংক্রান্ত জটিলতায় দুই বছরেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছিল না এনটিআরসিএ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।