নিজস্ব প্রতিবেদক,২১ এপ্রিল:
করোনা ভাইরাসে আজ বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ আক্রান্ত। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল অফিস আদালত বন্ধ।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। বৈশ্বিক এ দুর্যোগের মধ্যেও শিক্ষার্থীরা যেন তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারে সে লক্ষে a2i নির্দেশনায় ৩য় শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গৃহিত হয়।
10 minute live school এ মুলত গণিত বিষয়কে প্রাধান্য দিয়ে প্রতিদিন লাইভ/ভিডিও ক্লাস আপলোড করা হয়। ক্লাসটি পরিচালনা করেন গণিত শিক্ষক স্বরুপ দাস।
প্রতিদিন বিষয়ভিত্তিক স্বনামধন্য শিক্ষকরা ক্লাস নিচ্ছেন।
এ স্কুলের সাথে যুক্ত হতে আপনি এখনি
www.facebook.com/10minuteliveschool এ ফেসবুক পেজে লাইক দিন।
ফেসবুকে ক্লাসগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।