নিজস্ব প্রতিবেদক | ১০ জুলাই, ২০১৯:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সুপারিশে আরও ২টি নতুন কলেজ স্থাপনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, কলেজ পরিচালনা ও প্রতিষ্ঠার সাথে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ না রাখার শর্তে কলেজগুলো স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। অর্থাৎ এসব কলেজের শিক্ষক-কর্মচারীরা এমপিও দাবি করতে পারবেন না। মঙ্গলবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেয়া হয়।
কলেজ দুটি হলো, কক্সবাজার সদর উপজেলায় কক্সবাজার ডিসি কলেজ এবং পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি কলেজ।
জানা গেছে, পাঠদানের অনুমতি চাওয়ার আগেই অধ্যক্ষসহ প্রয়োজনীয় প্রশাসনিক জনবল নিয়োগ, জমি ক্রয় এবং অবকাঠামো নির্মাণ এবং শিক্ষা উপকরণ তৈরির শর্তে কলেজগুলো স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া কলেজ ব্যাক্তির নামে হলে নামকরণের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে ১৫ লাখ টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। কলেজ পরিচালনা ও প্রতিষ্ঠার সাথে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না বলেও বলা হয়েছে কলেজগুলোকে।
বর্তমানে ৫ হাজারের বেশি ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর অপেক্ষায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা কয়েক দফায় এমপিওভুক্তির দাবিতে রাজপথে নেমেছেন।
এদিকে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বরাদ্দ রেখেছে সরকার।