নিজস্ব প্রতিবেদকঃ
রমজান মাসেই আন্দোলন কর্মসূচি ঘোষণার জন্য প্রস্তুতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ১১তম গ্রেড প্রদানসহ কয়েকটি দাবিতে ফের আন্দোলনের নামতে তারা বিভিন্ন জেলায় ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন। রাজধানী ঢাকাতে এ কর্মসূচি পালন করবেন বলে সহকারী শিক্ষকরা জানিয়েছেন।
এদিকে শতভাগ পদোন্নতির দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান প্রাথমিকের প্রধান শিক্ষকরা। এজন্য আগামী ১মে রাজধানীর উত্তরায় জরুরি সভায় বসছেন তারা। সেখানে শতভাগ পদোন্নতির সিদ্ধান্তের পাশাপাশি চারটি ইস্যুতে তারা আলোচনা করবেন।
১১তম গ্রেড দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সরকারও তাদের দাবি আদায়ে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও এখনো সে ব্যাপারে তেমন অগ্রগতি হয়নি বলে তারা জানিয়েছেন। এতে ক্ষুব্ধ শিক্ষকরা রমজানেই আন্দোলনে নামার ব্যাপারে প্রস্তুতি শুরু করেছেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ দ্যা বলেন, ‘১১তম গ্রেড নিয়ে এখনো কোন অগ্রগতি নেই। এ কারণে রমজানের ছুটিতে রাজধানী ঢাকায় লাগাতার কর্মসূচি পালনের চেষ্টা চলছে। জেলা ও থানা পর্যায়ে শিক্ষকদের সঙ্গে ইতোমধ্যে ব্যাপক যোগাযোগ শুরু হয়েছে।’ তবে কি ধরণের কর্মসূচি পালন করবেন তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে বলেও জানান তিনি।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সরাসরি পদোন্নতির না দিয়ে ৬৫ শতাংশ দেওয়ায় ক্ষুব্ধ প্রধান শিক্ষকরাও। এজন্য তারা শতভাগ পদোন্নতির দাবির বিষয়টি সরকারকে জানাতে চান। প্রাথমিকভাবে এটি জানানোর পর সরকার কোন সিদ্ধান্ত না জানালে পরবর্তীতে বড় কর্মসূচিতে যাবেন বলে তারা জানিয়েছেন।
প্রধান শিক্ষকদের একটি সূত্র জানিয়েছেন, আগামী ১ মে বুধবার সকাল ১০টায় সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে এক জরুরি সভা আহবান করা হয়েছে। রাজধানী ঢাকার উত্তরা ইউনাইটেড কলেজে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সকল প্রধান শিক্ষকদের উপস্থিত থাকার জন অনুরোধ জানিয়েছেন সমিতির নেতারা।
প্রধানশিক্ষকদের সর্ববৃহৎ সংগঠনের বাসপ্রাবিপ্রশি সমিতির একাধিকনেতার সাথে যোগাযোগ করা হলে তারা শিক্ষাবার্তাকে জানাই ১ মে বুধবার তারা এরকম কোন মিটিং ডাকেননি। তবে রমজানের ছুটিতে মিটিং আহবান করা হতে পারে।