চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আজ শনিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৮ ডিগ্রী সেলসিয়াস।
গত ৪ দিন ধরে হাড়কাঁপানো তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বুধবার বিকাল থেকে পারদের তাপমাত্রা নামতে শুরু করেছে। বৃহস্পতিবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৬.৫ ডিগ্রী সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে দেয়া হয়েছে ৭ হাজার কম্বল।
হঠাৎ করে তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহে জেলার কয়েক লাখ মানুষ চরম বিপাকে পড়েছে। গরীবেরা রাস্তার ধারে খড়-কুটো জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন। ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে গোটা এলাকা। ফলে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। প্রচন্ড ঠান্ডার কারণে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। শীতে পশু পাখি যবুথুবু হয়ে পড়েছে। চাহিদা থাকায় গরম কাপড়ের দোকানে বেচাকেনা বেড়ে গেছে।