চার দিনব্যাপি গ্রিন ইউনিভার্সিটিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক : ২ মে : উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে গ্রিন ইউনিভাসির্টি অব বাংলাদেশে চার দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২রা মে) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ায়ে বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালার নেতৃত্ব দেন গ্রিন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. জেনা. (অব.) মো. মইনুল ইসলাম, গ্রিন বিজনেস স্কুলের ডীন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ফয়জুর রহমান, হাসান আল জুবায়ের রনি বক্তব্য রাখেন।

কর্মশালায় উপাচার্য ড. গোলাম সামদানী ফকির বলেন, গবেষণার মাধ্যমে শিক্ষকদের পাঠদান পদ্ধতিকে আরও যুগোপযোগী ও বিশ্বমানের করতে গ্রিন ইউনিভার্সিটিতে নিয়মিতভাবে এই কর্মশালার আয়োজন করা হয়। কারণ, শিক্ষার মান উন্নয়নে কেবল শিক্ষার্থী নয়, শিক্ষকদের দক্ষতা অর্জনও জরুরি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।