কলকাতা:: ২০১৪-র লোকসভা ভোটের আগে থেকেই তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয়তার দৌড়ে পেছনে ফেলে দিয়েছিলেন বিজেপির বেশির ভাগ নেতাকেই৷ ফলে, গোধরাকাণ্ডের দাগ থাকা সত্ত্বেও তাঁকেই শিখণ্ডী করে লোকসভা ভোটের ময়দানে নেমেছিল গেরুয়া শিবির৷তার ফলও মিলেছে হাতেনাতে৷ বিপুল ভোটে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে বসেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার৷প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
প্রায় তিন বছরের শাসনকালে ২০১৬-য় অন্যতম দু’টি কঠিন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এক, ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ঢুকে পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটি নষ্ট করা৷ দুই, দেশে কালো টাকার রমরমা বন্ধ করতে ৮ নভেম্বর রাত থেকে ৫০০-১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া৷ যার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনও কম হয়নি৷ তাও টাইমস ম্যাগাজিনের বিচারে ২০১৬-র সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
সেই নমো ম্যাজিকে ভাঁটা পড়েনি ৪১তম কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও৷ বইমেলার শেষ দিনের হিসাব বলছে অন্যান্য বছরের তুলনায় এ বার অনেক বেশি বিক্রি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কিত এবং তাঁর লেখা বাংলায় অনুবাদ করা বই৷বিজেপির মু্খ্যপাত্র ‘ভারতীয় জনবার্তা’র ম্যানেজিং এডিটর সাধন তালুকদার বলেছেন, ‘‘ছোট ছোট রাজনৈতিক বইয়ের মধ্যে এই বার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বই, রেকর্ড অনুযায়ী ৭২০ কপির বেশি৷ অন্যান্য বারের থেকে এইবার বৃদ্ধি পেয়েছে বই বিক্রি৷’’
কলকাতা বইমেলায় বিজেপির মুখ্যপাত্র ‘ভারতীয় জনবার্তা’র ১৫২ নং স্টলে বিক্রি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কিত বিভিন্ন বই৷ যার মধ্যে অন্যতম পুলকেশ ঘোষ সম্পাদিত ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্টদের চোখে’৷ এছাড়াও রয়েছে ‘নয়ন যে ধন্য’৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের লেখা এই বইটি বাংলায় অনুবাদ করেছেন মল্লিকা মুখোপাধ্যায়৷