রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক কাজে বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বজায় রাখাসহ ৫ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই স্মারকলিপি প্রদান করে । দাবিগুলোর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন বজায় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ছাত্র শিক্ষকের সম্পর্ক উন্নয়নে পূর্ণাঙ্গভাবে ‘টিএসসিসি’ বাস্তবায়ন করতে হবে। ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকান্ডে বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।