সাধারণ জ্ঞান : দৈনন্দিন বিজ্ঞান- ১ম পর্ব

jobs-newসব ধরনের নিয়োগ পরীক্ষাতেই সাধারণ জ্ঞান বিষয় থাকে। প্রশ্নের সঠিক উত্তর জানতে সাধারণ জ্ঞানে ভালো দক্ষতা প্রয়োজন। কিছু বিষয়ের খুঁটিনাটি জানা থাকলেই এ অংশে ভালো করা যায়। তাই বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের আয়োজনের ১ম পর্ব-

১. প্রশ্ন : দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
উত্তর : কার্বন মনোঅক্সাইড।

২. প্রশ্ন : ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয়-
উত্তর : চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।

৩. প্রশ্ন : এনজিওপ্লাস্টি হচ্ছে-
উত্তর : হৃৎপিণ্ডের বদ্ধশিরা বেলুনের সাহায্যে ফুলানো।

৪. প্রশ্ন : কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর : ৪ সেন্টিগ্রেড।

৫. প্রশ্ন : কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
উত্তর : শুশুক।

৬. প্রশ্ন : কম্পিউটার ভাইরাস হল‒
উত্তর : এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম।

৭. প্রশ্ন : মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
উত্তর : ভূপৃষ্ঠে।

৮. প্রশ্ন : যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়‒
উত্তর : আইসোটোপ।

৯. প্রশ্ন : ‘ড্রাই আইস’ (dry ice) হল‒
উত্তর : কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড।

১০. প্রশ্ন : টেস্টিং সল্টের রাসায়নিক নাম কী?
উত্তর : সোডিয়াম মনো গ্লুটামেট।

১১. প্রশ্ন : তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
উত্তর : বায়বীয় পদার্থ।

১২. প্রশ্ন : পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
উত্তর : নিউট্রন ও প্রোট্রন।

১৩. প্রশ্ন : মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?
উত্তর : মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে।

১৪. প্রশ্ন : আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
উত্তর : মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে।

১৫. প্রশ্ন : প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
উত্তর : বৃষ্টি।

১৬. প্রশ্ন : রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
উত্তর : গলগণ্ড রোগ নির্ণয়ে।

১৭. প্রশ্ন : যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
উত্তর : সূর্যগ্রহণ।

১৮. প্রশ্ন : বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
উত্তর : পাশাপাশি দুটো দাঁতের দাগ।

১৯. প্রশ্ন : লোকভর্তি হলঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
উত্তর : শূন্যঘরে শব্দের শোষণ কম হয়।

২০. প্রশ্ন : কম্পিউটারের কোনটি নেই?
উত্তর : বুদ্ধি-বিবেচনা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।