ডেস্ক,২৫ ডিসেম্বর ২০২২:
স্বপ্নের মেট্রোরেল অবশেষে ঢাকার বুকে চালু হতে যাচ্ছে । বহুল প্রতীক্ষিত এ মেট্রোরেল আগামী বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত প্রাথমিকভাবে সীমিত পরিসরে চলবে এ উড়াল ট্রেন। ১১ দশমিক ৭৩ কিলোমিটার এ পথের দূরত্ব।
এ দুটি স্টেশন খুলে দেওয়া হবে উদ্বোধনের দিনই। সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে সে মোতাবেক। পর্যায়ক্রমে ধাপে ধাপে খোলা হবে মেট্রোরেলের এ অংশের বাকি সাতটি স্টেশনও ।
আগামী বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) থেকে মেট্রোরেলে সাধারণ যাত্রীরা চড়তে পারবেন। তবে এদিন থেকে এই মেট্রোরেল প্রতিদিন এই চার ঘণ্টা একটানা চলবে নাকি সকাল–বিকেল দুই ভাগে চার ঘণ্টা চালানো হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যাত্রীদের চাহিদা অনুযায়ী পরবর্তী সময়ে এ শিডিউল ঠিক করা হবে।