৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এদিন সন্ধ্যার মধ্যে পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞিপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে পিএসসির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, ‘৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে গতকাল কমিশনে আলোচনা হয়েছে। আজ যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’
জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।