৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি কাল

Image

আগামী ৮ মে থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) প্রকাশ করা হবে। রবিবার (২৮ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা শিক্ষাবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

এরপর গত বছরের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী পাস করেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।