নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হচ্ছে আগামী সোমবার (২৬ জুন)। এরপর শুরু হবে চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ। আর জুলাই মাসের মধ্যে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। ২০১৯ সালের ২৭ নভেম্বর এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।
জানা গেছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ১৫ হাজার খাতায় ২০ শতাংশ নম্বরের গড়মিল পাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়। গড়মিল হওয়া খাতাগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১৩ হাজার প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।
আরো পড়ুন: ৪০তম বিসিএসে নন-ক্যাডারের পদ ৪৪৭৮, পছন্দক্রম শুরু কাল
পিএসসি’র একটি নির্ভরযোগ্য সূত্র দ্যা শিক্ষাবার্তাকে জানিয়েছে, টেকনিক্যাল ক্যাডারের মৌখিক পরীক্ষা শেষ পর্যায়ে রয়েছে। ২৬ জুনের মধ্যে সবার মৌখিক পরীক্ষা শেষ হবে। এরপর ফল তৈরির কাজ শুরু হবে। তবে ২৭ জুন থেকে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ঈদের ছুটি শেষে চূড়ান্ত ফল তৈরির কাজ শুরু করা হবে। এরপর জুলাইয় মাসের মধ্যে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।