৪০তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে নন-ক্যাডারে নিয়োগের বিধি গেজেট প্রকাশের মধ্য দিয়ে। তবে তাতেও অপেক্ষা ফুরাচ্ছে না চাকরিপ্রত্যাশীদের। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে আবেদন গ্রহণসহ বেশ কিছু কাজ বাকি থাকায় নিয়োগ সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন হবে। ফলে প্রার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আরো পড়ুন: পিএসসির নতুন সচিবের যোগদান
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, অল্প সময়ের মধ্যে নন-ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে। এরপর প্রার্থীদের কাছ থেকে আবেদনগ্রহণ করা হবে। প্রার্থীদের আবেদন করতে ১০ দিনের মতো সময় দেওয়া হবে। সেই আবেদন যাচাই-বাছাই করে নিয়োগের সুপারিশ করা হবে।
ওই সূত্র আরও জানায়, পিএসসি দ্রুত সময়ের মধ্যে ৪০তম বিসিএসে উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করতে চায়। তবে আবেদনের পর প্রার্থীদের পছন্দ অনুযায়ী সুপারিশ করার কাজে বেশ সময় প্রয়োজন হবে। এর ফলে ঈদের আগে এই নিয়োগ সম্পন্ন করা সম্ভব হবে না। ঈদের পর জুলাই মাসের শেষ দিকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হতে পারে।