৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০ জন

নিজস্ব প্রতিবেদক: ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৯০ জন। মঙ্গলবার বিকেলে সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বৈঠকের পর এ তথ্য প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন জানান, উত্তীর্ণরা এবার মৌখিক পরীক্ষা দেবে। ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
প্রথম শ্রেণীর ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গতবছর ৮ জানুয়ারি দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রত‌্যাশী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। কিন্তু উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন।
এরপর গত বছরের ১ থেকে ৬ সেপ্টেম্বর তাদের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন। –
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।