ঢাকা: ৩৪তম বিসিএসে ২,১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা শনিবার রাত সোয়া ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ১৮ ডিসেম্বর ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে ৯,৮২২ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ৫,৯২২ জন সাধারণ ক্যাডারে, ২,০৯৬ জন সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে এবং ১,৭৮০ জন শুধু কারিগরি/পেশাগত ক্যাডারে উত্তীর্ণ হন।
পরবর্তীতে লিখিত পরীক্ষার সংশোধিত ফলাফলে আরও ৯৫৩ উত্তীর্ণ হন। তারা সাধারণ ও পেশাগত/কারিগরি উভয় ক্যাডারে উত্তীর্ণ হন।
এছাড়া শুধু পেশাগত/কারিগরি ক্যাডারে উত্তীর্ণ হন ১৪৪ জন। ফলাফল স্থগিত ছিল এমন ১৯ জন নির্ধারিত কাগজপত্র দেওয়ায় তাদের ফলও প্রকাশ করা হয়। এ নিয়ে মোট ১০,৯৩৮ জন মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।