রাবি প্রতিনিধি,২৫ ডিসেম্বর, ২০২২:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শীতকালীন ছুটি আগামী ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলে ১৬ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।
তিনি জানান, ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হবে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৮ জানুয়ারি থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ৩০ ডিসেম্বর থেকে ছুটি শুরু হবে। একই কারণে ছুটি শেষ হবে ১৪ জানুয়ারি। তাই শিক্ষার্থীরা মোট ১৬ দিন ছুটি পাচ্ছেন।