মহামারি করোনাভাইরাসের কারণে র্দীঘ দিন বন্ধের পর ২৫ অক্টোবর খুলে দেয়া হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব আবাসিক হল। শুধু আবাসিক বৈধ শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। এ ক্ষেত্রে তাদের অন্তত এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল অনলাইন প্ল্যাটফর্ম জুমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে। ওইদিন হলে প্রবেশ করতে পারবে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। ২৬ অক্টোবর স্নাতক ৪র্থ বর্ষ, ২৭ অক্টোবর ৩য় বর্ষ, ২৮ অক্টোবর ২য় বর্ষ এবং ২৯ অক্টোবর ১ম বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।