২৪৮ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি চলতি সপ্তাহে

Image

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, সারা দেশে সেসিপ পরিচালিত ৬৪০টি স্কুল রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে। এই প্রতিষ্ঠানগুলোতে ২৪৮টি পদ ফাঁকা রয়েছে। এই পদগুলোতে নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল এনটিআরসিএ। সম্প্রতি মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ৮৯ মাদ্রাসায় সেসিপের চারটি পদের অনুমোদন

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, সেসিপের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে ২৪৮ জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেছে। আগামীকাল সোমবার অথবা আগামী মঙ্গলবার (১৩ জুন) বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন শিক্ষাবার্তাকে বলেন, সেসিপ থেকে আমাদের কাছে ২৪৮ জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের চাহিদা পাঠানো হয়েছিল। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেছে। আশা করছি মঙ্গলবারের (১৩ জুন) মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।