নিজস্ব প্রতিবেদক,৪ জানুয়ারী ২০২৩: গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিতে আগের সব প্রক্রিয়া বহাল থাকছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে গুচ্ছবিষয়ক টেকনিক্যাল কমিটির উপাচার্যদের এক সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভাসূত্রে জানা গেছে, রিটকারী শিক্ষার্থীরা বিশেষ প্রক্রিয়ায় ভর্তির সুযোগ পাবে। তাদের ভর্তির পরে সপ্তম মেধা তালিকার শিক্ষার্থীরা বিষয় পাবে। সপ্তম মেধাতালিকার স্থান পাওয়াদের ভর্তি আইনি কারণে বাতিল হবে না। যাদের অল্প কিছু শিক্ষার্থী ভর্তি হতে বাকি আছে তারা চূড়ান্ত নোটিশ দেওয়ায় এটা সবার ক্ষেত্রে প্রয়োজ্য না।
আরো পড়ুন:স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া ১৮ বিশ্ববিদ্যালয় নিয়ে যে সিদ্ধান্ত হলো
এ ছাড়া মাইগ্রেশনে কোনো শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় পরিবর্তন হলে চাহিদা অনুযায়ী ফি দিতে হবে। নতুন করে ফি দিতে হবে না। গুচ্ছ কমিটির যুগ্ম আহ্বায়ক ও জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভর্তি বাতিলের বিষয়ে ফি নির্ধারণ করেনি গুচ্ছ কমিটি। সব বিষয় নিয়ে পরে আলোচনা হবে।