নিজস্ব প্রতিবেদক,৯ জুন ২০২৩: ২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের সিলেবাস নিয়ে জটিলতায় পড়েছে শিক্ষা প্রশাসন। আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা জুনের মাঝামাঝি হওয়ার কথা রয়েছে।
কিন্তু এ পরীক্ষা সংক্ষিপ্ত নাকি পূর্ণ সিলেবাসে হবে সেটি এখনও ঠিক করতে পারেনি শিক্ষা বোর্ডগুলো ও এনসিটিবি। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ১২ জুন শিক্ষা মন্ত্রণালয়ে সভা আহ্বান করা হয়েছে।
আরো পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন দেখুন
সিলেবাস ঠিক না হওয়ায় কলেজগুলো অর্ধবার্ষিক পরীক্ষাও নিতে পারছে না। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে বিভিন্ন কলেজের অধ্যক্ষরা জানিয়েছেন।
কোন কলেজ পূর্ণ সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষা নিচ্ছে; আবার কোন কোন কলেজ সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিচ্ছে। শিক্ষা প্রশাসনের এ সিদ্ধান্তহীনতায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম বলেন, ‘সিলেবাস ঠিক করতে একটু দেরি হচ্ছে। তবে আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে এটি অনুমোদন হয়ে যাবে।’