২০২০ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

Image

নিজস্ব প্রতিবেদক,১১ জানুয়ারী ২০২৩:

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ (নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন) শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা শুরু হবে। আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:এসএসসির ফরম পূরণের সময় বাড়লো

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ২১ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ব্যতিত প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে এই পরীক্ষা শুরু হবে।

এর আগে গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এই সময়সূচির সঙ্গে কিছু নির্দেশনাও দেওয়া হয়। এসব নির্দেশনার মধ্যে রয়েছে-

১) কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে;

২) পরীক্ষার্থীদের প্রবেশপত্র কলেজের অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থেকে ডাউনলোড করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মধ্যে বিজয়দের ব্যবস্থা করবেন;

৩) ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময় পরে জানানো হবে;

৪) ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নেয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে পরীক্ষার্থীদের;

৫) প্রযুক্তি (আইসিটি) প্রদত্ত পরীক্ষার্থীদের রোল বিবরণীর একটি কপি এবং কেন্দ্র ফি বাবদ কলেজে আদায়কৃত সমুদয় অর্থের পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা নির্ধারিত কেন্দ্রের ভাবমাপ্ত কর্মকর্তার নিকট জমা দিতে হবে;

৬) শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের ক্ষেত্রে স্ব স্ব কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন এবং পিতার নাম অবশ্যই যাচাই করে বিতরণ করবেন। শিক্ষার্থীদের একজনের প্রবেশপত্র যেন অন্যজনের হাতে না যায় সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে;

৭) পরীক্ষা অনুষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত যা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে;

৮) শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনে কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে ভেন্যু কেন্দ্রে পরীক্ষা নেয়া যাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।