১ ডিসেম্বর থেকে সরকারি স্কুলের ভর্তিফরম বিক্রি শুরু

ঢাকা, ১৩ নভেম্বর : সরকারি বিদ্যালয়গুলোতে ১ম শ্রেণীর ভর্তিফরম ছাড়া হবে ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা21 অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন জানান, প্রতিবছরের মত এবারও প্রথম শ্রেণীর ভর্তি লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।

সোমবার কিছু বেসরকারি বিদ্যালয়ের ফরম বিক্রি শুরু হয়ে গেছে। হরতাল সত্ত্বেও নামিদামি বিদ্যালয়গুলোর ভর্তি ফরম কিনতে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ গত রবিবার থেকে তাদের ভর্তি ফরম বিক্রি করছে। বিক্রি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। এই বিদ্যালয়ে এ বছর প্রায় দেড় হাজার ছাত্রী ভর্তি করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজের ভর্তি ফরম বিক্রি সোমবার শুরু হয়েছে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।