১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু রোববার

১৭তম শিক্ষক নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক,১৪ এপ্রিল ২০২৩: ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আগামী রোববার (১৬ এপ্রিল) রাত আটটা থেকে শুরু হচ্ছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। ওই প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে।

গতকাল বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল রাত ৮টায় থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd বা http://ntrca.teletalk.com.bd) প্রবেশ করে প্রার্থীরা তাদের স্ব-স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হবে।

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী ৫ ও ৬ মে অনুষ্ঠিত হবে। ৫ মে (শুক্রবার) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৬ মে (শনিবার) কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।